শিহাব মল্লিক, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের শৈলকুপায় ভ্রাম্যমাণ আদালত বিশেষ অভিযান পরিচালনা করেছে।
https://www.youtube.com/watch?v=GsNKa9oT3vI
এসময় পৌর ভবনে লুকিয়া রাখা বিপুল পরিমান ভিজিএফ’র চাউল জব্দ করে তা সিলগালা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে শৈলকুপা পৌরসভা ভবনে।
https://www.youtube.com/watch?v=5FFZ6a8fAFM
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আযহা’র বিপুল পরিমান ভিজিএফ চাউল শৈলকুপা পৌরসভা ভবনে মজুদ রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
এসময় ৬৩ বস্তা ও প্রায় ১৯শ’ কেজি চাউল পৌর ভবনের একটি গোপন কক্ষে তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। উক্ত ভিজিএফ’র চাউল জব্দ করে তা সিলগালা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শৈলকুপার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইফতেখার ইউনুস। এসময় তার সহযোগি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুর রহমান, সহকারী প্রকৌশলী মলয় রঞ্জণ বিশ্বাস ও শহর আলী প্রমুখ।
এ ব্যাপারে মামলা দায়েরর প্রস্তুুতি চলছে বলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইফতেখার ইউনুস জানান।