শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করা আমাদের দায়িত্ব: এমপি চঞ্চল
ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল বলেছেন, আমরা যদি আওয়ামী লীগ করে থাকি তাহলে জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন (নৌকা প্রতীক) দিয়েছেন তাকে বিজয়ী করার দায়িত্বটা আমাদেরই। তাই দলের মধ্যে থাকা সকল ভেদাভেদ ভুলে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে।
৫ম উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে শনিবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর অডিটোরিয়ামে বিশেষ বর্ধিতসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, যদি কেউ দলের মধ্যে থেকে নৌকার প্রার্থীর বিরোধীতা করার চেষ্টা করেন তাহলে তাকে উচিৎ শিক্ষা দেয়া হবে। আমরা সকলেই শেখ হাসিনার কর্মী। নেত্রীর সকল দিক নির্দেশনা আমাদেরকে মানতেই হবে।
ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ নির্বাচনের নৌকার প্রার্থী ময়জদ্দীন হামিদ, জেলা কৃষকলীগের সহসভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুক্তার হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক বুলু, এসবিকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বগা, পান্তাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক মাস্টার, স্বরুপপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তিমির রায় চৌধুরী, নেপা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সামছুল হক মৃধা, কাজিরবেড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সেলিম রেজা, বাঁশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নওশের আলী মল্লিক, নাটিমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক আবুল কাশেম, যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহাম্মেদ, মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ, আজমপুর ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাজান আলী, সাধারণ সম্পাদক আকিদুর রহমান, জেলা পরিষদের সদস্য আশরাফুন নাহার শিউলি, শেখ হাসেম আলী, এমএ আসাদ, খবির উদ্দিন, এসবিকে ইউপি চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী নুথান, ফতেপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ, পান্তপাড়া ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন, শ্যামকুড় ইউপি চেয়ারম্যান আমানউল্লা হক, বাঁশবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, মান্দারবাড়ীয়া ইউপি চেয়ারম্যান শফিদুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক হুমায়ন কবির, যুগ্মসাধারণ সম্পাদক আব্দুস সামাদ, উপজেলা কৃষকলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আজিজুল হক আজা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্মআহ্বায়ক আবু হানিফ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হারুন আর রশিদ, পৌর ছাত্রলীগের আহ্বায়ক আলমগীর কবির প্রমুখ।