মহেশপুর
ঝিনাইদহে বৃক্ষের সঙ্গে শত্রুতা!
ঝিনাইদহের মহেশপুরে উন্নতজাতের ৪০০টি পেয়ারা গাছ কেটে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার উপজেলার মান্দারবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মহেশপুর থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাত্রে উপজেলার মান্দারবাড়ীয়া গ্রামের ফজলুর রহমানের ছেলে আনোয়ার হোসেন কালীতলা মাঠে ১বিঘা ১২ কাঠা জমিতে ৮/৯ মাস আগে ৫শ টি উন্নত জাতের পেয়ারা গাছ রোপণ করেন। প্রতিহিংসা বশত কে বা কাহারা রাতের আধারে ঐ বাগানের প্রায় ৪শ গাছ কেটে ফেলে।
গাছের মালিক আনোয়ার হোসেন জানায়, গাছগুলোতে ইতিমধ্যে ফল ধরেছে এবং বিক্রির উপযোগী হয়েছে। ঠিক সেই মুহূর্তে গাছগুলো কেটে দেওয়ায় সে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ব্যাপারে মহেশপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নং-১০০৩।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, ‘তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’