কালীগঞ্জ
ঝিনাইদহে এক মাদক কারবারী আটক
মোঃ হাবিব ওসমান
মাদক বিরোধী অভিযান চালিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ ৫১ গ্রাম গাঁজাসহ সুজন খন্দকার (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সে কালীগঞ্জ পৌর এলাকার কাশীপুর (নতুনপাড়া) গ্রামের সরোয়ার খন্দকারের ছেলে।
শুক্রবার (২৩ নভেম্বর-১৮) রাত সাড়ে ১২ টার সময় কালীগঞ্জ ম্যাক্সি মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়।
কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী জানান, মাদক বিরোধী অভিযান চালিয়ে এসআই সম্বিত রায় সঙ্গীয় ফোর্স নিয়ে কালীগঞ্জ মেইন বাসষ্ট্যান্ডের ম্যাক্সি মার্কেটের সামনে থেকে ৫১ গ্রাম গাঁজাসহ সুজনকে আটক করা হয়।
এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।