হরিণাকুন্ডুতে “বিজয় ফুল” তৈরী প্রতিযোগীতা অনুষ্ঠিত
এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে উপজেলা পর্যায়ে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আট উইনিয়নের আটটি ভেনু থেকে বিজয়ী সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজয় ফুল তৈরী প্রতিযোগীতা শেষ হয়েছে ।
বৃহস্পতিবার সকালে উপজেলার শিশুকলী মডেল মাধ্যমিক বিদ্যালয় ভেনুতে অনুষ্ঠিত প্রতিযোগীতা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমী) অনিমেষ বিস্বাস , মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক , উপজেলা শিক্ষা অফিসার এস এম আব্দুর রহমান , সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাহামুদ হাসান , শিশুকলী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ামত আলী ।
নির্বাহী কর্মকর্তা বিভিন্ন কক্ষে অনুষ্ঠিত “বিজয় ফুল” প্রতিযোগীতার বিভিন্ন ইভেন্ট ঘুরে দেখে সন্তোস প্রকাশ করেন। উল্লেখ্য “বিজয় ফুল” প্রতিযোগীতার বিভিন্ন ইভেন্টে রয়েছে বিজয় ফুল তৈরী , গল্প ও কবিতা রচনা , কবিতা আবৃত্তি , চিত্রাঙ্কণ , একক অভিনয় , চলচিত্র নীর্মাণ , জাতীয় সংগীত ও দলগত দেশাত্ববোধক সংগীত প্রতিযোগীতা ।