ঝিনাইদহ সদর
ঝিনাইদহ জেলা জামায়াতের আমির গ্রেফতার
নাশকতার মামলায় ঝিনাইদহ জেলা জামায়াতের আমির আলী আযম মো. আবু বকরকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৬ নভেম্বর) সকালে শহরের পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০টি ককটেল ও বেশ কিছু বই জব্দ করা হয় বলে জানান সদর থানা অফিসার্স ইনচার্জ শেখ ইমদাদুল হক জানান।
তিনি জানান, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা শহরে নাশকতার প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সকালে পানি উন্নয়ন বোর্ড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও জেলা জামায়াতের আমির আলী আযম মো. আবু বকরকে গ্রেফতার করা হয়।
তার কাছ থেকে জব্দ করা হয় ১০টি ককটেল ও বেশকিছু জিহাদি বই। জেলা জামায়াতের আমিরের নামে বেশকিছু নাশকতার মামলাও রয়েছে বলে ওসি জানান।