জিয়াউর রহমান জিয়া, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার পান্তাপাড়া ইউনিয়নে এক কিলোমিটার রাস্তাপাকা করণ কাজে নিম্নমানের ইট নামানোকে কেন্দ্র করে বাঁধা বিপত্তির সৃষ্টি হওয়ায় ফজলু গাজীর নামে চাঁদাবাজী মামলা করার বিরুদ্ধে ফুসে উঠেছে এলাকাবাসী।
এব্যাপারে ফজলু গাজী ও বীর মুক্তিযোদ্ধা আবু তালেব জানান, উপজেলার পান্তাপাড়া ইউপির ৯ নং ওয়ার্ডের ৪ নম্বর পাড়ার আমিনুর খন্দকারের বাড়ি হইতে শিয়াল খালির মাঠ পর্যন্ত ১ কিলোমিটার রাস্তা পাকাকরণ কাজে ৭৯ লাখ টাকার টেন্ডার থাকলেও ঠিকাদার নিম্নমানের ইট ফেলাকে কেন্দ্র করে ঠিকাদার ও স্থানীয় লোকজনের সাথে বাঁধা বিপত্তির সৃষ্টি হয়। পরদিন আবারও একই মানের ইট নামালে ফজলু গাজী ও গ্রামবাসী বাঁধা প্রদান করে। এতে ঠিকাদার ক্ষিপ্ত হয়ে ফজলু গাজীর নামে মহেশপুর থানায় একটি চাঁদাবাজী মামলা দায়ের করে।
বর্তমানে গ্রামবাসী ঐ মামলার প্রতিবাদে ক্ষিপ্ত হওয়ায় ঠিকাদার রাস্তার কাজটি বন্ধ করে দিয়েছে। এঘটনায় পান্তাপাড়া ইউনিয়ন আ’লীগ সভাপতি আব্দুল হক মাষ্টার এবং বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবু তালেব জানান, ৭৯ লাখ টাকার রাস্তা পাকা করণ কাজে ঠিকাদার নিম্নমানের ইট নামানোকে কেন্দ্র করে গ্রামবাসীর উপস্থিতিতে তর্ক বিতর্কের সৃষ্টি হয়। এতে ঠিকাদার ক্ষিপ্ত হয়ে চাঁদাবাজীর মামলা করেছে। আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহার করা সহ তদন্ত পুর্বক সঠিক বিচারের দাবী করছি।
উপজেলা প্রকৌশলী সেলিম চৌধুরী জানান, রাস্তা তৈরীর জন্য নেওয়া কিছু নি¤œমানের ইট পাওয়া গেলেও অন্যান্য ইট ভাল থাকায় আমি ইট পরীক্ষার জন্য ল্যাবে পাঠিয়েছি।