শৈলকুপায় দু’গ্রুপের সংঘর্ষে, আহত ৮, র্যাব-পুলিশের টহল
ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের শৈলকুপায় স্থানীয় আওয়ামীলীগের দু’গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৮জন আহত হয়েছে, তাদের কে শৈলকুপা ও ঝিনাইদহ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার সকাল ৯টার দিকে সোন্দাহ গ্রামে লাঠিসোটা ও ঢাল-সড়কি সহ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে এ সংঘর্ষ ঘটে। স্থানীয়রা বলছে কথা কাটাকাটির জের ধরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি শিকদার মোশারফ হোসেন সমর্থক নেতা ইউপি সদস্য শরিফুল ইসলাম ও দলটির সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা সমর্থিত সাবেক ইউপি সদস্য আবু কালাম গ্রুপের মধ্যে এ সংঘর্ষ ও হামলা-পাল্টা হামলা চলে ।
সংঘর্ষে শান্ত, মাজেদ, মুক্তার, গোলাম, ভুট্ট, সাগর সহ ৮জন আহত হয় । তাদের ঝিনাইদহ ও শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর সোন্দাহ গ্রামে পুলিশ- র্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তারা গ্রামটিতে টহল দিচ্ছে । এদিকে যেকোন সময় আবারও সংঘর্ষের আশংকা করছে গ্রামবাসী ।
গ্রামে অবস্থানরত এসআই ফজলুর রহমান জানিয়েছেন কথাকাটাকাটির জেরে বিবাদমান দ’ুপক্ষের মধ্যে এ সংঘর্ষ হয় । তারা সবাই স্থানীয় আওয়ামীলীগের কর্মী-সমর্থক ।