ঝিনাইদহে ৭ দিন ব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা সম্পন্ন
সাজ্জাদ আহমেদ, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহে ৭ দিন ব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা সম্পন্ন হয়েছে। শনিবার রাতে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে মেলা সম্পন্ন হয়।সমাপনিতে উপচে পড়া ভীর লক্ষ্য করা গেছে।
জেলা প্রশাসন ও এসএমই ফাউন্ডেশনের আয়োজনে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও প্রসারের লক্ষ্যে রোববার থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ১৮ জানুয়ারি। ঝিনাইদহের প্রয়োজন,শেল্টার সমাজ কল্যান সংস্থা সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা ৫০টি স্টল দেয়া হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় এবং ক্রেতা-বিক্রেতাদের সংযোগ স্থাপনের লক্ষ্যে মেলায় পণ্য প্রদর্শন করা হয়েছে।
প্রয়োজন এর পরিচালক রোমেনা বেগম জানান, এসএমই পণ্য মেলায় হাতের কাথা,নকশি কাথা সহ বিভিন্ন হাতের কর্ম তৈরী কাথা প্রদর্শন করা হয়।তিনি আরও বলেন,আমার “প্রয়োজন” প্রতিষ্ঠান এর উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় এবং ক্রেতা-বিক্রেতাদের সংযোগ স্থাপনের লক্ষ্যে মেলায় পণ্য প্রদর্শন করা হয়েছে।