হরিণাকুন্ডুুতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত
এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা প্রশাসনের আয়োজনে সরা দেশের ন্যায় হরিণাকুন্ডুতেও দ্বিতীয় বারের মত জাতীয় ভোটার দিবস-২০২০ বর্ণাঢ্য ভাবে পালনে র্যালী , আলোচনা সহ বিভিন্ন কর্মসুচি পালিত হয়েছে।
সোমবার সকালে কর্মকর্তা , রাজনৈতীক নেতৃবৃন্দ , শিক্ষক, সাংবাদিক , ছাত্র ছাত্রী , বিভিন্ন সংগঠন কর্মকর্তার সমন্ময়ে বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে উপজেলা পরিষদের সমন্মেলন কক্ষে, এক আলোচনা সভা হয় । “ভোটার হয়ে ভোট দেব , দেশ গড়ায় অংশ নেব ।
এই মূল প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা এর সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন , বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা খাতুন , সহকারী কমিশনার (ভূমি) অনিমেষ বিশ্বাস , উপজেলা আ” লীগের সভাপতি আলহাজ্জ মশিউর রহমান জোয়ার্দ্দার ।
উপজেলা কৃষি কর্মকর্তা আরশেদ আলী চৌধূরীর সঞ্চালনায় নির্বাচন কর্মকর্তা নূর-উল্লাহ এর স্বাগত বক্তব্য শেষে আরও বক্তব্য রাখেন উপজেলা আ”লীগের সাবেক যুগ্ন-আহবায়ক আফজাল হোসেন , ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা , উপজেলা শিক্ষা অফিসার এসএম আব্দুল রহমান , সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান , মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক , পাট কর্মকর্তা ফারুক হোসেন । এ
সময় উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম , অধ্যক্ষ রবজেল হোসেন , মোতালেব হোসেন , প্রেসক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু , সাবেক প্রধান শিক্ষক মসলেম উদ্দীন , এ্যাড.খোদা বখশ , ওসিএলএসডি সেলিম রেজা , মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম , জাইকা প্রজেক্ট সমন্ময়কারী কামরুন্নাহার প্রমূখ। নির্বাচন কর্মকর্তা নূর-উল্লাহ তার বক্তব্যে বলেন খুব তাড়াতাড়ী নতুন ভোটারদের জাতীয় পরিচয় পত্র (এনআইডি) সরবরাহ শুরু করবে নির্বচন কমিশন , তবে সিমিত আকারে এই কার্যক্রম শুরু করা হবে , পরে ধিরে ধিরে তা বাড়ানো হবে ।
একই সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা এর সভাপতিত্বে জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনে ১৭ মার্চ থেকে বছরব্যপি বিভিন্ন কর্মসুচি বাস্তবায়নে বিভিন্ন উপকমিটি সহ ভিন্ন ভিন্ন সংগঠন , বিভিন্ন শ্রেণীপেশার মানুষের অংশগ্রহনের আহব্বান জানানো হয় ।