ঝিনাইদহ হরিজন সম্প্রদায়কে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক কর্মসূচি
ঝিনাইদহের চোখঃ
করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। আজ সমাজের সেই পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিকালে নবগঙ্গা রক্ষা পরিষদ ও ঝিনুকদহ ভাষা পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।
ঝিনাইদহের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও দুটি সংগঠনের নেতৃবৃন্দ জনসচেতনতায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।। বক্তব্য শেষে তাদের মধ্যে ফেস মাস্ক, সাবান, লিফলেট বিতরন করা হয়।।
বক্তব্য দেন ওসি মিজানুর রহমান, নবগঙ্গা রক্ষা পরিষদ-র আহ্বায়ক খাঁন এম, এস, জামান শিমুল, খাঁন জাহান আলী, মাজেদ, সৈকত এবং ঝিভাপ-র সহ-সভাপতি সবুর, রনি, হাসেম, মনির ও অন্যান্য।।
আয়োজনকরা আশাবাদ ব্যাক্ত করেন যে, এই কর্মসূচির পর জেলার অন্যান্য সামাজিক, সাংস্কৃতিক ও অন্যান্য সংগঠন সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নে আন্তরিক হবেন।। এছাড়াও শহরের সকল সরকারী /বেসরকারি হাসপাতালের চিকিৎসক এথানে ফ্রি মেডিকেল সার্ভিস চালু করবেন।