হরিনাকুন্ডু

হরিনাকুন্ডুর যাদবপুরে গাছের সাথে শত্রুতা

আলিফ আবেদীন গুঞ্জন, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার যাদবপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে কলা গাছ কর্তন।

কৃষক টিপুল হোসেন জানান আমার প্রায় ৪ শতাধিক কলা গাছ কেটে দিয়েছে একই এলাকার দুর্বৃত্তরা ।

এলাকাবাসী জানান টিপুল একজন নিরীহ মানুষ এজন্যই জোর করে তার কাধীসহ প্রায় ৪ শতাধিক কলা কেটে দিয়েছে।

এব্যাপারে হরিনাকুন্ডু থানার অফিসার ইনর্চাজ জানান, পৃর্বে ঝামেলার বিষয়ে জানি,তবে কলা গাছ কর্তন এর ব্যাপারে জানিনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button