জানা-অজানাশৈলকুপা

শৈলকুপায় করোনা মোকাবেলায় মানবিক সহায়তা তহবিলে অভূতপূর্ব সাড়া পড়েছে

এম হাসান মুসা শৈলকুপা, ঝিনাইদহের চোখঃ

সম্প্রতি ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ”করোনা মোকাবেলায় মানবীক সহায়তা তহবীল” গঠন করা হয়েছে। এ তহবীল গঠনের পর সোস্যাল মিডিয়ায় কমিটির সদস্যরা সাহায্যের আবেদন জানায়। আর এ আবেদনে বিভিন ব্যক্তি ও প্রতিষ্ঠান এগিয়ে আসে। গত চার দিনে এ তহবীলে ৫,৫০,০০০/Ñ পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা জমা পড়েছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে রবিবার বেলা ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এক সভায় এ তথ্য জানানো হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার পাথর্ প্রতিম শীল , কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার কুন্ডু , এমপি আব্দুল হাই তনয়া ফারহানা ঊর্মী , অধ্যক্ষ তোফাজ্জেল হোসেন , শেখ কবিরুল ইসলাম, দুদক উপজেলা কমিটির সভাপতি সহ: অধ্যাপক আব্দুল ওহাব, জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি আফরোজা নাসরিন লিপি,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ওয়াহেদুজ্জামান ইকু, বণীক সমিতির সভাপতি আব্দুস সোবহান, উপজেলা যুবলীগ সভাপতি শামিম হোসেন মোল্লা , সাধারন সম্পাদক শামিমার রশিদ জোয়ার্দার ,উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক রাজিব বাহাদুর, উপজেলা ছাত্রলীগ সভাপতি দিনার বিশ্বাস , সাধারন সম্পাদক শাওন শিকদার , প্রেসক্লাব সভাপতি এম হাসান মুসা, সাধারন সম্পাদক শাহীন আক্তার পলাশ প্রমুখ।

জনতা ব্যাংক শৈলকুপা, ঝিনাইদহ শাখার হিসাব নং ০১০০২১২৭৬৭৭১৩ এ এবং বিকাশ নং ০১৭৮৪৩৭৭৫০৬ এ এটাকা জমাপড়ে। সংগৃহীত এ টাকায় করোনার প্রভাবে ঘরবন্দী নিম্ম আয়ের কর্মহীন,অসহায় মানুষ, দুস্থ ও প্রতিবন্ধীদের মধ্যে আসন্ন রমজান মাসে চাল,ডাল,তেল,আলু, সোলা,লবণ ও সাবান বিতরন করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button