জানা-অজানাটপ লিডদেখা-অদেখাহরিনাকুন্ডু

ক্লান্তিহীন ছুটে চলা এক নারী হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিস সুলতানা

এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে করোনা ভাইরাস(কোভিড-১৯)সংক্রমণ থেকে রক্ষাপেতে এপর্যন্ত নানামুখী কর্মসুচি হাতে নেওয়া সহ তা বাস্তবায়ন করে চলেছেন ইউএনও সৈয়দা নাফিস সুলতানা ।

কর্মসুচির মধ্যে রয়েছে ভাইরাসকে পূজীকরে অসাধু ভূষী ও কাচামাল ব্যবসায়ী সহ আড়ৎদারদের পুলিশ ও সেনাবাহিনীর সহযোগীতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চাউল সহ দ্রব্যমূল্য সাধারণের নাগালে রাখা , বিভিন্ন হাটবাজার মনিটরিং করে ক্রেতা ও বিক্রেতাদের সামাজিক দূরত্ব নিশ্চিত করা , পৌরসভা সহ আট ইউনিয়নের বিভিন্ন গ্রামে খবরের ভিত্তিতে বিদেশ , ঢাকা , নারায়ণগঞ্জ, চট্টগ্রাম এককথায় হরিণাকুণ্ডুর বাইরে থেকে আগত মানুষদের ইউপি চেয়ারম্যান , ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সহায়তায় ঐ সকল বাড়ীতে লালপতাকা টানানো এবং তাদের হোম কোয়ারান্টাইন নিশ্চিত করা , জনসমাগম রোধে বিভিন্ন হাটবাজার গ্রাম মহল্লায় চা ষ্টল বন্ধকরে দেওয়া এবং তা নিশ্চিতে নিয়মিত মনিটরিং করা , বিভিন্ন মসজিদে সরকারী নির্দশনা অনুযায়ী নমাজের জামাত বন্ধকরা , সরকারী নির্দেশ মেনে ঘরে থাকা কর্মহীন অসহায়দের বেচে থাকার জন্য এবং বাইরে না থেকে ঘরে থাকার জন্য উদ্বুদ্ধকরণে খাদ্যসামগ্রী সরবরাহ করা ।

এপর্যন্ত পৌরসভা সহ ৮ ইউনিয়নে ৩ হাজার ৯ শত কর্মহীন পরিবারে ৩৯ মেট্রিক টন চাউল জনপ্রতি ১কেজি ডাউল , ১কেজি পিয়াজ, ১ লিটার তেল , ২কেজি আলু , লবন , সাবান বিতরণ করেছে উপজেলা প্রশাসন ।

এসকল ত্রাণসমগ্রী ক্রয় কাজে ব্যবহারের জন্য এপর্যন্ত সরকারী কোষাগার থেকে ৪ লক্ষ ৬০ হাজার টাকা পেয়েছেন বলে ইউএনও সৈয়দা নাফিস সুলতানা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল হোসেন জানিয়েছেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button