হরিনাকুন্ডু

হরিণাকুন্ডুুতে আনুষ্ঠানিক ভাবে কৃষক নির্বাচনের লটারি সম্পন্ন

মাহবুব মিলু, ঝিনাইদহের চোখঃ

হরিণাকুন্ডুুতে আনুষ্ঠানিক ভাবে বোরো মৌসুম ২০২০ এর ধান ক্রয়ের জন্য কৃষক নির্বাচনের লটারি সম্পন্ন হরিণাকুন্ডুুতে বোরো মৌসুম -২০২০ এ ধান ক্রয়ের লটারী সম্পন্ন করলেন ইউএনও সৈয়দা নাফিস সুলতানা ।

সোমবার দুপুরে উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে সকলের উপস্থিতিতে উন্মুক্ত পরিবেশে ১৩৮১৭ জন কৃষকের মাঝে এ লটারীতে বিজয়ী হয় ১৭১৯ জন কৃষক। প্রত্যেক কৃষক ১ টন করে ধান সরবরাহ করতে পারবে। সরবরাহ মূল্য ১০৪০ টাকা। মোট সরবরাহকৃত ধানের পরিমাণ ১৭১৯মেঃ টন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলার চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন , ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম শিলু , মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রেশমা খাতুন , ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান , ছমির উদ্দীন , গোলাম মোস্তফা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আরশেদ আলী চৌধূরী , উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আসাদুল হক , ওসি এল এসডি সেলিম রেজা , যুব উন্নয়ন কর্মকর্তা বিল্লাল হোসেন , হরিণাকুÐু প্রেসক্লাব সভাপতি এম সাইফুজ্জামান তাজু ও সাধারণ সম্পাদক এইচ মাহবুব মিলু সহ আরও অনেকে।

উল্লেখ্য আবেদনের প্রেক্ষিতে লটারীর পূর্বে উপজেলার ১৩৮১৭ জন কৃষককে পৌরসভাসহ ৮ ইউনিয়নে ভাগ করে দেওয়া হয় যেমনঃ পৌরসভা – ৮২৪ , ভায়না ইউনিয়ন-৯৫৮ , জোড়াদাহ-৭৯৬ ,তাহেরহুদা-১৪০২, দৌলতপূর-২৯২০ , কাপাশহাটিয়া-২০১৮ , ফলসী- ১১৭৫ , চাঁদপূর-২৪০৩ , রঘুনাথপূর ইউনিয়নে -১৩১২ জন কৃষক। সর্ব মোট ১৭১৯ জন কৃষক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button