মহেশপুরে মমিনতলা সড়কের বেহাল দশা
ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজীরবেড় থেকে মমিনতলা পর্যন্ত ১২ কিলোমিটার রাস্তায় চলাচলে পথচারীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। গত ১০ থেকে ১২ বছর ধরে রাস্তাটিতে কোনো উন্নয়ন কাজ না হওয়ায় রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়ে এলাকাবাসী বিভিন্ন সময়ে আবেদন ও অভিযোগ করলেও সাড়া মেলেনি সংশ্লিষ্টদের।
উপজেলার সামন্তা গ্রামের মুজিবর রহমান জানান, সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজের সময়ে মহেশপুর থেকে দত্তনগর আবার কাজীরবেড় থেকে সামন্তা মমিনতলা এবং যাদবপুর থেকে মহেশপুর মহিলা কলেজ পর্যন্ত ৪৮.৫০০ কিলোমিটার সড়ক উন্নয়নে প্রায় ৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়। যার মধ্যে খালিশপুর থেকে দত্তনগর ও যাদবপুর থেকে রুলি মোড় পর্যন্ত আংশিক কাজ শেষে উন্নয়ন কাজ বন্ধ হয়ে যায়।
বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক মণ্ডল জানান, রাস্তাটির খুবই খারাপ অবস্থা। এলাকার বেশির ভাগ মানুষ এই রাস্তা ব্যবহার করে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করতে উপজেলা সদর ও জেলা শহরে যায়।
কাজীরবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা জানান, রাস্তাটি হবে হচ্ছে বলে তিন থেকে চার বছর চলে গেল কিন্তু কী হচ্ছে আমরা জানি না। সাবেক এমপি নবী নেওয়াজের সময়ে রাস্তাটির উদ্বোধন হয়ে পুরো ৪৮ কিলোমিটারের বিভিন্ন জায়গায় ব্রিজ-কালভার্ট তৈরি হলেও তার ইউনিয়নের এই গুরুত্বপূর্ণ অংশটুকু একেবারেই চলাচল অনুপযোগী হয়ে পড়েছে।