মহেশপুরে বাড়ছে করোন আক্রান্তের সংখ্যা
জাহিদুল ইসলাম, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের মহেশপুরে আরো একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এনিয়ে এ উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭জনে।
তিনি নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন আছেন। মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমানার বেগম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হলে সেখান থেকে পরীক্ষার পর বৃহস্পতিবার সকালে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। তিনি আরো জানান,তার স্ত্রী চৌগাছা হাসপাতালে চাকুরি করে সে সুবাদে তারা চৌগাছা হাসপাতালের কোয়াটারে বসবাস করে সেখান থেকে সে আক্রান্ত হতে পারে বলে ধারনা করা হচ্ছে। এদিকে ৩দিন ধরে জনতা ব্যাংক মহেশপুর শাখা লকডাইনে আছে ঐ ব্যাংকের একজন কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে।
উল্লেখ্য,২রা জুলাই ঝিনাইদহ জেলায় ২৭ জনের করোনা ভাইরাস পজেটিভ রিপোর্ট আসে এরমধ্যে মহেশপুরে একজন। মহেশপুরে ১৭জন করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির মধ্যে ৯জন সুস্থ হয়েছেন এবং ৮জন চিকিৎসাধীন রয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।