মহেশপুরে বিয়ের গাড়িতে ডাকাতি স্বর্ণালংকার নগদ টাকা ও মোবাইল লুট
মো: আজাদ, ঝিনাইদহের চোখ-
মুজিব নগরের আমঝুপি থেকে মহেশপুরে আসার পথে বিয়ের ৩টি মাইক্রোবাস ডাকাতির কবলে পড়ে। এসময় ডাকাতরা তাদের তাদের জিম্মিকরে স্বর্ন অলংকার-নগত টাকা ও ১৫ থেকে ২০টি মোবাইল ফোন নিয়ে চম্পট দেয়। এ ঘটনাটি ঘটেছে সোমবার রাত দেড়টার দিকে ঝিনাইদহের মহেশপুর দত্তনগর সড়কের বোয়ালিয়া গ্রামের মাঠে।
মাইক্রোবাসে থাকা লালন হালদার জানান, মহেশপুর হালদার পাড়ার তাপস হালদার মুজিব নগরের আমঝুপি থেকে বিয়ে করে আমরা ৩টি মাইক্রোবাস যোগে বাড়ী ফেরার সময় বোয়ালিয়া গ্রামের মাঠের মধ্যে পৌছালে ডাকাতরা রাস্তায় বাশেঁর ব্যাড়া দিয়ে আমাদের মাইক্রোবাসের গতিরোধ করে। পরে আমাদের কাছে থাকা প্রায় ২ ভরি স্বর্ন অলংকার,১৫ থেকে ২০ মোবাইল ফোন ও নগত ১৫ থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
মহেশপুর থানার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ মোর্শেদ হোসেন খান জানান,বিয়ে ফেরত দুটি মাইক্রোবাস রাস্তায় আটকায় ছিলো। এসময় ডাকাতরা ৫ থেকে ৬টি মোবাইল ফোন কিছু টাকা নিয়ে গেছে। তবে এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।