হরিণাকুন্ডুতে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চরপাড়া গ্রামে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে শরাফত হোসেন (৬৮) নামের একজনের মৃত্যু হয়েছে।
সোমবার দিবাগত রাতে নিজ বাড়িতে তিনি মারা যান।
মৃত শরাফত হোসেন হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দা ও হরিণাকুন্ডু উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনের চাচা ছিলেন।
ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. আব্দুল হামিদ খান জানান, ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথের নির্দেশে রাত ৩টার দিকে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় হরিনাকুন্ডু উপজেলার ফিল্ড সুপারভাইজার মো. হানিফের নেতৃত্বে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। দাফন কমিটি এ পর্যন্ত ৪০ জন মৃত ব্যক্তির দাফন কাজ সম্পন্ন করলো।
উল্লেখ্য, এ পর্যন্ত ঝিনাইদহ জেলায় করোনা পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে ২০ জনের এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ২০ জন।