ঝিনাইদহ সীমান্ত থেকে নারী-শিশুসহ আটক ৯
ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিনজন পুরুষ, তিনজন করে শিশু ও নারীসহ ৯ জনকে আটক করেছে বিজিবি। বাঘাডাঙ্গা বাজারপাড়া থেকে শনিবার (১৫ আগস্ট) রাত ৯টার দিকে তাদেরকে আটক করা হয়।
তারা হলেন- যশোর জেলার শার্শা উপজেলার গোগা গ্রামের লাইলী খাতুন (৭০), নাজমুল হাসান (১৮), মানিরুল ইসলাম (২৬), মোছা. মাছুরা খাতুন (২১), মো. জিসান বাবু (৪)। এছাড়া নড়াইল জেলার সদর উপজেলার দুর্গাপুর (মাঝপাড়া) গ্রামের আমির হোসেন (৩০) মোছা. রেখা খাতুন (২৮) মো. ছামাউল হোসেন (৯) ও মো. রাহাত হোসেন (৬)।
খালিশপুর ৫৮ বিজিবির পক্ষে সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম খান পূর্বপশ্চিমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাঘাডাঙ্গা বাজারপাড়া এলাকা থেকে ওই ৯ জনকে আটক করা হয়। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)/(গ) ধারায় তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।