মহেশপুর

মহেশপুর সীমান্তে ভারতীয় ফেন্সিডিলসহ আসামী আটক

ঝিনাইদহের চোখ-

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্ত মাটিলা বিওপির নায়েক মোঃ আবুল বাশার এর নেতৃত্বে ০৭ সদস্য বিশিষ্ট টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, মকরধবজপুর গ্রামের মোসাঃ জবেদা বেগম এর বাড়ীতে অবৈধভাবে ফেন্সিডিল বিক্রি হচ্ছে।

উক্ত সংবাদের ভিত্তিতে সীমান্ত শূন্য লাইন হতে আনুমানিক ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মকরধবজপুর গ্রামের মোছাঃ জবেদা বেগম এর বাড়ীতে বসত ঘরের মধ্যে হতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক চোরাকারবারী মোছাঃ জবেদা বেগম(৩৫), স্বামী-মোঃ মেহের আলী, গ্রাম-মকরধবজপুর, পোষ্ট-জুলুলী, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহকে ১৪৯ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক করা হয়। আটককৃত আসামীকে মাদকদ্রব্যসহ ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এছাড়াও (এক) মোঃ মেহের আলী(৪৫), পিতা-মৃত রহেল বক্স (দুই) মোছাঃ আলেয়া বেগম(৪০), স্বামী-মোঃ তোতা মিয়া (তিন) মোছাঃ লিলি বেগম(৫০), স্বামী-মোঃ খালাফত মিয়া সকলের গ্রাম-মকরধবজপুর, পোষ্ট-জুলুলী, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহ(চার) মোঃ সানোয়ার হোসেন(২৫), পিতা-মোঃ তোফাজ্জল মিয়া, গ্রাম-ভোলাডাংগা, পোষ্ট-ভৈরবা, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহকে পলাতক আসামী হিসেবে মহেশপুর থানায় মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button