জানা-অজানাটপ লিড
ঝিনাইদহে বৃষ্টিতে ফসলের ক্ষতি
ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহ জেলায় দু দিনের বর্ষণে বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শীতকালীন শাক সবজির।
ফুলকপি, বাধাকপি, সিম, বেগুন, বরবটির ক্ষতি হয়েছে। বৃষ্টিতে ফুলফল পচে যাচ্ছে। অনেক স্থানে ধান গাছ মাটিতে নুইয়ে পড়েছে। এতে ফলন কম হবে বলে মনোহরপুর গ্রামের চাষি মাসুদ হাসান পান্না মনে করেন।
তিনি জানান, এবার আমন ধানের শীষ বড় হয়েছে। বৃষ্টির সাথে হালকা বাতাসে ধান গাছ নুইয়ে পড়েছে। এতে ফলন কম হবে। বৃষ্টিতে পেঁয়াজের বীজতলার ক্ষতি হবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃপাংশু শেখর বিশ্বাস জানান, এ বৃষ্টিতে ধান সবজিসহ সব ফসলের কিছু ক্ষতি হবে। তবে মাঠ পর্যায়ের কর্মীদের মাধ্যমে জমিতে যাতে পানি না জমে সে ব্যাপারে চাষীদের পরামর্শ দেওয়া হচ্ছে।