ঝিনাইদহে কামান্না দিবস পালিত
ঝিনাইদহের চোখ-
আজ ২৬ নভেম্বর। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কামান্না দিবস।
৭১’র এই দিনে কামান্না গ্রামে পাক বাহিনী ও রাজাকাররা ২৭ জন বীর মুক্তিযোদ্ধাসহ ২৯ জনকে হত্যা করে। অবস্থানগত দিক দিয়ে সুবিধাজনক হওয়ায় মুক্তিযোদ্ধাগন কামান্না গ্রামের মাধব ভুঁইয়ার বাড়িতে অস্থায়ী ক্যাম্প গড়ে তোলেন। ২৫ নভেম্বর রাতে খাবার খেয়ে মুক্তিযোদ্ধাগন ঘুমিয়ে পড়েন। ভোর রাতে বাড়িটির ঘিবে ফেলে পাকসেনা ও রাজাকাররা। তাদের গুলিতে একে একে শহীদ হন ২৭ জন বীর মুক্তিযোদ্ধা। তাদের গুলিতে নিহত হয় আরও ২ জন।
দিবসটি উপলক্ষে শহীদদের মাজার প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও ২৭ শহীদ স্মৃতি সংঘের আয়োজন অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও মিলাদ মাহফিল।
শুরুতে পুষ্প স্তবক দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধাগন। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে স্থানীয় সংসদ সদস্য আব্দুল হাই, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সেলিম রেজাসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা অংশ নেয়। পরে শহীদদের আত্বার শান্তি কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।