মহেশপুর সীমান্তে ভারতীয় মদ এবং ফেন্সিডিল আটক
ঝিনাইদহের চোখ-
অদ্য ০৪ ডিসেম্বর ২০২০ তারিখ আনুমানিক ০৩১৫ ঘটিকায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্ত মেদিনীপুর বিওপির নায়েক মোফাচ্ছেল হায়দার এর নেতৃত্বে ০৫ সদস্য বিশিষ্ট টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাংগা জেলার জীবননগর উপজেলার মেদিনীপুর বাশ বাগানের মধ্যে হতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৩৬ বোতল ভারতীয় মদ আটক করে।
অপরদিকে আনুমানিক ০১০০ ঘটিকায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্ত যাদবপুর বিওপির হাবিলদার আব্দুর রহমান এর নেতৃত্বে ০৫ সদস্য বিশিষ্ট টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বড়বাড়ি মাঠের মধ্যে হতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে।