পাঠকের কথা
প্রিয় জন্মভূমি——- মোঃ ইমরান হোসেন
ঝিনাইহের চোখ-
সবুজ শ্যামল মাটি দেখে
ভরায় দুটি আঁখি,
এদেশেরই নীল আকাশে
উড়ছে কত পাখি!
হে বাংলাদেশ তোমায় কত
আমি ভালোবাসি,
ভালোবাসার টানে আমি
বারবার ছুটে আসি।
জীবন আমার ধন্য হলো
জন্ম নিয়ে দেশে,
মুক্ত বুদ্ধি সৃজনশীলে
হচ্ছি বড় হেঁসে।
জন্ম নিয়েই তোমায় আমি
দেখেছি চোখ মেলে,
তোমার মাঝেই মিশে যাবো
সকল সংসার ফেলে।
শ্রদ্ধায় হে মা বসুমতী
তোমার চরণ চুমি,
ভালোবেসে ডাকি তোমায়
প্রিয় জন্মভূমি।
জন্মভূমির প্রতিটি বিষয়, প্রকৃতি-আবহাওয়াকে ভালোবাসি আমি। বার বার মুগ্ধ হই। বার বার ভালোবাসি এই প্রিয় জন্মভূমি কে। এই প্রিয় স্বদেশ বাংলাদেশকে। ১৯৭১ সালের এই ডিসেম্বর মাসেই প্রিয় বাংলাদেশ স্বাধীনতা লাভ করে জাতির পিতার আহ্বানে। পরম শ্রদ্ধা রইল সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি।