জানা-অজানাটপ লিডহরিনাকুন্ডু
হরিণাকুণ্ডুতে বাল্য বিবাহের জের –জেল/জরিমানা
এইচ মাহবুব মিলু, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা সাবেক নিত্যনন্দপূর গ্রামের সপ্তম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে বিবাহ দেওয়ার দায়ে উভয় পক্ষকে ভ্রাম্যমান আদালতে জেল ও নগদ অর্থ জরিমানা করলেন নির্বাহী ম্যাজিট্রেট ও ইউএনও সৈয়দা নাফিস সুলতানা ।
জানা যায় সোমবার বিকলে তিনি গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাবেক নিত্যনন্দপূর গ্রামে সপ্তম শ্রেণীতে লেখাপাড়ায় রত কনের পিতা তুতা মিয়ার বাড়ীতে যায় এবং এসময় তিনি বিয়ের অনুষ্ঠানে কনের পিতাকে এবং ছেলের চাচাকে ছয়(৬)মাস কারদন্ড প্রদান করেন ।
এছাড়াও তিনি একই সময়ে বিয়ে করতে আসা কন্যাদহ মাঠপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে লিটন আলীকে নগদ অর্থ দশ(১০) হাজার টাকা জরিমানা করেন ।
কনের পিতার কাছথেকে সাবালিকা (১৮ বছর )না হওয়া পর্যন্ত তার মেয়েকে বিবাহ না দেওয়ার শর্তে মুচলেকা আাদায় করেন তিনি ।