ঝিনাইদহের চোখ-
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত শূন্য লাইন হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার হঠাতপাড়া গ্রামের মোঃ কদম আলী, পিতা-মৃত ইব্রাহিম এর বাড়ীর পার্শ্বে ভূট্টা ক্ষেতের মধ্য হতে বা্ংলাদেশী নাগরিক ০৭ জন (মহিলা-০১, পুরষ-০২ এব্ং শিশু-০৪) (এক) কামাল হোসেন(৪৪), পিতা-মৃত গোলাম রশিদ(দুই) জেসমিন আক্তার (৩৫), পিতা-মোঃ ইউনুছ (তিন)ছেনুয়ারা আক্তার (১৩), পিতা-আমান উল্লাহ (চার) মেহেদী হাসান (১১), পিতা-আমান উল্লাহ (পাচ) মোঃ ইয়াছিন (০৮), পিতা-রহিম উভয়ের গ্রাম-কুরুপ্লাতাঝিরি ২৮৬ ন্ং ফাসিয়াখালী, পোষ্ট-ডুলাহাজারা, থানা-লামা, জেলা-বান্দরবান (ছয়) রহিম (৩৮), পিতা-আকবর হাওলাদার (সাত) মিতু (১১), পিতা-রহিম উভয়ের গ্রাম-খেজুরবাড়ীয়া, পোষ্ট-নলবুনিয়া, থানা-রানদা, জেলা-বাগেরহাটকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করায় আটক করা হয়।
আটককৃত আসামীকে অবৈধভাবে বিনাপাসপোর্টে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করার অপরাধে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের এবং সোপর্দ করা হয়েছে।