ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্ত শ্যামকুড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/১১৮-আর হতে আনুমানিক ০৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সেজিয়া একাশিপাড়া মোড় কাশেম মিয়ার ইট ভাটার সামনে পাকা রাস্তার উপর হতে বাংলাদেশী নাগরিক ০৮ জনকে (পুরুষ- ০৬ জন এবং নারী- ০২ জন) (এক) মোঃ শাহিন (২১), পিতা- মোঃ আবুল মাতবর, (দুই) মোঃ মতি মিয়া (২২), পিতাঃ ইন্দিস মালো, উভয়ের গ্রাম- উত্তর খোশাল শিকদারকান্দি, পোষ্ট+থানা- জাজীরা, জেলা- শরিয়তপুর, (তিন) শ্রীঃ সনজিত ভদ্র (৩৪), পিতা- মৃত স্বপন ভদ্র, গ্রাম- দক্ষিন শিমুলিয়া, পোষ্ট- গাংলী, থানা+জেলা- মাগুরা, (চার) মোঃ আব্দুল্লাহ আল মামুন (২৮), পিতা- মোঃ ওমর আলী, (পাচ) মোছাঃ- মাহফুজা খাতুন (২৫), স্বামী- মোঃ আব্দুল্লাহ আল মামুন, (ছয়) মোঃ মুসা (২১), পিতা- মোঃ ওমর আলী, সকলের গ্রাম- বসতপুর, পোঃ বসতপুর বাজার (সাত) মোঃ আলাউদ্দিন(৫০), পিতা- মৃত শুক চাঁন আলী, গ্রাম- গোপালপুর, পোঃ গোগা, সকলের থানা- শার্শা, জেলা- যশোর, (আট) মোছাঃ তানিয়া আক্তার মুন্নি(২৬), পিতা- মৃত সোহরাব, গ্রাম- বিক্রমপুর, পোঃ ঝিনাইসার, থানা- টংগীবাড়ী, জেলা মুন্সিগঞ্জকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টাকালে আটক করা হয়।
আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করার অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।
স্বাক্ষরিত
মোহাম্মদ নজরুল ইসলাম খান
সহকারী পরিচালক
অধিনায়কের পক্ষে