ঝিনাইদহের চোখ-
আনুমানিক ৭০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মোঃ মান্নাফ মিয়া, পিতা- মৃত আবেজুদ্দীন এর বাড়ির পূর্ব পার্শ্বে আম বাগানের মধ্যে হতে বাংলাদেশী নাগরিক ১৪ জনকে (পুরুষ- ০৭ জন, নারী- ০৬ জন এবং শিশু- ০১ জন)(এক) জয়নাল (৩২), পিতা- মৃত মঈন শেখ, গ্রাম- লস্করপুর, পোঃ+থানা+জেলা- মাগুরা, (দুই) পল চৌধুরী (১৫), পিতা- ওয়াসিম চৌধুরী, গ্রাম+পোঃ কোঠরা কান্দি, থানা- মধুখালী, জেলা- ফরিদপুর (তিন) জনি মীর (২৮), পিতা- মহসিন মীর, (চার) শামীমা (২০) স্বামী- মনির মীর, উভয়ের গ্রাম- শিদ্ধী পাশা, পোঃ আমতলা বাজার, থানা- অভয়নগর, জেলা- যশোর (পাচ) প্রশান্ত বাদচি (২৬), পিতা- বাসুদেব বাদচি (ছয়) সরশ্বতি হালদার (২১), স্বামী- প্রশান্ত বাদচি, উভয়ের গ্রাম- জহরেরকান্দি, পোঃ- রামশীল, থানা- কুটালীপাড়া, জেলা- গোপালগঞ্জ, (সাত) মোঃ জাকারিয়া খান (৩৫), পিতা- আবুল খান, (আট), কেয়া (২৩), স্বামী- মোঃ জাকারিয়া খান, উভয়ের গ্রাম- ঝুকিফুল, পোষ্ট- সোনালী, থানা- খাঁন জাহান আলী, জেলা- খুলনা, (নয়) নিলা শেখ (১৮), পিতা- নজরুল ইসলাম, গ্রাম- বড়দিল্লীপাড়, পোষ্ট- পাথড়শী, থানা- ইসলামপুর, জেলা- জামালপুর, (দশ) আমেনা খাতুন (২৫), পিতা- মোঃ আমজেদ মোড়ল, গ্রাম- পশ্চিমপাড়া, পোষ্ট- দামেদর, থানা- ফুলতলা, জেলা- খুলনা, (এগারো) নিলিমা খাতুন (২১), স্বামী- রাজিব মোল্লা, গ্রাম- শ্রীফলতলা, পোষ্ট- মহিষাগনি, থানা- রুপসা, জেলা- খুলনা, (বারো) হৃদয় সরকার (২৮), পিতা- অঘোর সরকার, গ্রাম- খাড়িবুনিয়া, পোষ্ট- কাঞ্চননগর, থানা- ডুমুরিয়া, জেলা- খুলনা, (তেরো) স্মৃতি কণা সরকার (৪১), স্বামী- অঘোর সরকার, বাড়ি নং- ১০, রাস্তা নং- বি, কে ইষ্ট লেন, পোঃ- খুলনা সিটি-৯১০০, থানা- খুলনা সদর, জেলা- খুলনা, (চৌদ্দ) দিবাকর দেওয়ানজি (৫০), পিতা- শিশির দেওয়ানজি, বাসা/হোল্ডিং- ১৮, গ্রাম/রাস্তা- ১৩, সেক্টর-০১, ডাকঘর- উত্তরা- ১২৩০, বিমানবন্দর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, জেলা- ঢাকাকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টাকালে আটক করা হয়।
আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করার অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।