দুর্ভেদ্য এক সময়ে–সালমা ইসলাম
ঝিনাইদহের চোখ-
দুর্ভেদ্য এক সময়ের জালে আটকিয়ে গিয়েছে
আমাদের দুটি পা, দুটি হাত যতই দৌড়ায়, যতই বাড়ায়
এক জায়গায় স্থির হয়ে আছি যেন অনন্তকাল,
সময় কিন্তু নিয়ম মেনেই ধাবিত অদৃশ্যমান।
মহাকালের এই যাত্রায় আমরা আশাহত একদল
মনুষ্য জাতি, শুধু অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধে
লড়ে যাচ্ছি অহনিশি,
যুদ্ধটার শেষ অবদি শুনতে পাবে কি কেউ
আমাদের হাহাকার, আহাজারি, আর্তনাদ
কেউ কেউ বেশ আছে তাদের আবদ্ধ গন্ডিতে।
আমাদের যাপিত জীবনের গল্পটার দৃশ্য পট
পরিবর্তিত হয় প্রতিদিন দিনশেষে,
ফিরে পাওয়া সেই দিন হাতড়িয়ে ঘরে ফিরে
বিষন্নতা সমস্ত অবয়বে ভর করে
শুস্ক হাসি কখনও ঠোঁটের কোণে
ফেটে যাওয়া ঠোঁটে রক্ত গলে কি নিদারুণ লাগে।
রাত্রি নামে ভীষণ এক আঁধার নিয়ে
নিস্তব্ধতা শহর জুড়ে সবাই যখন ঘুম ঘোরে
আমাদের মস্তিষ্কে ভাবনা ভর করে
জেগে জেগে দুঃস্বপ্ন তাড়া করে ফিরে,
ক্লান্ত সকালে আবার চেয়ে দেখি আমরা বসে আছি
একই জায়গায় যেখানে ছিলাম একটা শতাব্দী জুড়ে।