দেখা-অদেখা

ঝিনাইদহে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পথনাটক প্রদর্শন

ঝিনাইদহের চোখ-
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ঝিনাইদহে প্রদর্শন করা হয়েছে পথনাটক ‘নারী শালিশদার’। আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে রোববার দুপুরে সদর উপজেলার রাকু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা এইড’র জেন্ডার ভিত্তিক সহিংসতা ও মোকাবেলা প্রকল্প।

সমাজে নারীদের যৌতুক, ইভটিজিং, যৌনহয়রানি বন্ধে ও এর সুষ্ঠু বিচার পেতে শালিসে নারী নেতৃবৃন্দের অংশহনের তাৎপর্য বিষয়ক এ নাটকে সংস্থাটির সদস্যরা অংশ নেয়। ঘন্টা ব্যাপী চলা এই নাটকে উঠে আসে সমাজের নানা অসংগতি, অনিময়। নাটকটি উপভোগ করেন ওই এলাকার শতাধিক শিশু, নারী ও বয়স্করা।

প্রকল্পের সমন্বয়কারী খন্দকার আশরাফুন্নাহার আশা জানান, আন্তজার্তিক নারী নিবস উপলক্ষে নারীর প্রতি সহিংসতা বন্ধে সবাইকে সচেতন করতেই এ আয়োজন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button