ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মকরধ্বজপুর গ্রামের কবরস্থানের পার্শ্ব হতে বাংলাদেশী নাগরিক ০৮ জনকে (পুরুষ- ০৩ জন, নারী- ০৪ জন এবং শিশু- ০১ জন) (এক) মোঃ মিজানুর ফকির (৫৫), পিতাঃ মৃত ছামাদ ফকির, (দুই) মোঃ সোহেল খান (২২), পিতাঃ মোঃ সাইদুল খান (মান্দার), (তিন) নিপা (২০), স্বামী সোহেল খান, (চার) নুসরত ফারিয়া (০৯ মাস), পিতাঃ সোহেল খান, সকলের গ্রামঃ গোপিনাথপুর, পোঃ হিদিয়া, থানাঃ অভয়নগর, জেলাঃ যশোর, (পাঁচ) ময়না (২৬), পিতাঃ মৃত অকিম উদ্দিন শেখ, গ্রামঃ পেড়িখালী, পোঃ+থানাঃ রামপাল, জেলাঃ বাগেরহাট, (ছয়) মোঃ সোহেল রানা (২৪), পিতাঃ মিজানুর মোল্লা, (সাত) মোছাঃ আদরী (১৮), স্বামীঃ মোঃ সোহেল রানা উভয়ের গ্রামঃ ইছামতি, পোঃ হিদিয়া, থানাঃ অভয়নগর, জেলাঃ যশোর, (আট) মোছাঃ হামিদা খাতুন (২৫), পিতাঃ সত্তার শিকদার, গ্রামঃ কৈলেশগঞ্জ পোঃ মাতৃমন্দির, থানাঃ দাগব, জেলাঃ খুলনাকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টাকালে আটক করা হয়। এছাড়াও অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল বাংলাদেশী নাগরিক পুরুষ ০১ জন মোঃ আঃ কুদ্দুস (৩৫), পিতাঃ নেছার আলী মন্ডল, গ্রামঃ শাতপোতা, পোঃ ভৈরবা, থানাঃ মহেশপুর, জেলাঃ ঝিনাইদহকে আটক করা হয়।
বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পদ্মপুকুর গ্রামস্থ পদ্মপুকুর সরকারী ডিগ্রি কলেজের সামনে পাকা রাস্তার উপর হতে বাংলাদেশী নাগরিক ০২ জনকে (পুরুষ- ০১ জন এবং নারী-০১ জন) (এক) মোঃ হারুন হোসেন টুকু (২৯), পিতা- মোঃ ফারুক হোসেন, (দুই) লাখি খাতুন (২০), স্বামী- মোঃ হারুন হোসেন টুকু, উভয়ের গ্রাম- সাত্তার বিশ্বাস সড়ক, বানিয়াখামার, পোষ্ট- সোনাডাঙ্গা, থানা- খুলনা সিটি কর্পোরেশন, জেলা- খুলনাকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টাকালে আটক করা হয়। এছাড়াও অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল বাংলাদেশী নাগরিক পুরুষ ০১ জন আনারুল ইসলাম (৩৩), পিতা- মোঃ জাফর আলী মন্ডল, গ্রাম- রামচন্দ্রপুর, পোষ্ট- বলুহার, থানা- কোটচাঁদপুর, জেলা- ঝিনাইদহকে আটক করা হয়।
আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করা এবং অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে পারপারে সহায়তা করার অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।