ঝিনাইদহের চোখ-
জাল দলিলের দুর্নীতি মামলায় ঝিনাইদহের শৈলকূপা পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা খলিলুর রহমানকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন যশোরের একটি আদালত। তিনি পৌর বিএনপির সাবেক সভাপতি। কয়েক বছর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় সোমবার তাকে এ দণ্ড দেওয়া হয়।
জানা যায়, শৈলকূপা বাজারের সরকারি ৮ শতক জায়গা নিজের নামে জাল দলিলের মাধ্যমে নিয়ে তাতে মার্কেট গড়ে তোলেন তিনি। দীর্ঘ আইনি লড়াইয়ের পর দলিল জাল প্রমাণিত হয়। দুদক যশোর সমন্বিত কার্যালয়ের উপপরিচালক নাজমুস সায়াদাত এ খবর নিশ্চিত করেন। সহকারী কমিশনার (ভূমি) পার্থপ্রতিম শীল জানান, তিনি সাবেক পৌর মেয়রের কারাদণ্ডের কথা শুনেছেন।