ঝিনাইদহে ক্ষুদ্রাকৃতি যুগলের ব্যতিক্রমী বিয়ে সম্পন্ন
চঞ্চল মাহমুদ, শৈলকুপা, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় করোনাভাইরাস মহামারির মধ্যেই বিয়ে হলো খর্বাকৃতির দুই তরুণ-তরুণীর। গত শুক্রবার (৯ এপ্রিল) রাতে দৈহিক আকৃতিতে ৪০ ইঞ্চি উচ্চতার আব্বাস উদ্দীন (৩০) ও ৪২ ইঞ্চি উচ্চতার মিম খাতুনের (১৮) বিয়ে হয়। তাদের বিয়ে নিয়ে উভয় পরিবার মহাখুশি।
এদিকে খর্বাকৃতি দম্পতির বিয়ে নিয়ে উপজেলার আউশিয়া গ্রাম এখন মুখরিত। দলে দলে মানুষ আসছেন এ নবদম্পতিকে আশির্বাদ জানাতে।
আব্বাস উদ্দীনের মা সালেহা খাতুন বলেন, কৃষক ছেলের জন্য মেয়ে খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে শৈলকূপার লক্ষণদিয়া গ্রামে মেয়ে খুঁজে পাই। ওই গ্রামের ইউনুস আলীর এমন একটি মেয়ে আছে বলে খবর পাই। বিয়ের প্রস্তাব পাঠানোর পর রাজি হয় কনের পরিবার। এরপর শুক্রবার রাতে আব্বাস উদ্দীনের সঙ্গে মিমের বিয়ে সম্পন্ন হয়।
শনিবার সকালে বিয়ে বাড়ি গিয়ে দেখা যায়, নববধূ ও বর পাশাপাশি বসে খোশ মেজাজে গল্প করছেন। আব্বাস ও মিম জানান, দাম্পত্য জীবন সুখী হওয়ার জন্য সবাই যেন তাদের জন্য দোয়া করেন।