ঝিনাইদহে সর্বাত্মক লকডাউন কার্যকরে মোড়ে মোড়ে চেকপোষ্ট
ঝিনাইদহের চোখ-
ট্রাকের তাবুর নিচে পালিয়ে ঢাকা থেকে সাতক্ষীরা যাচ্ছিল ৪৩ যাত্রী,
ভ্রাম্যমাণ আদালতে ওই ট্রাক চালকের জেল জরিমানা! ঝিনাইদহে সর্বাত্মক লকডাউন চলছে।
লকডাউন কার্যকরে কঠোর ভূমিকা পালন করছে জেলা প্রশাসন ও পুলিশ। সকাল থেকে শহরের পোস্ট অফিস মোড়, বাস টার্মিনাল এলাকা, আরাপপুর, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় পুলিশের পক্ষ থেকে বসানো হয়েছে চেক পোস্ট। চলাচলকারীদের তথ্য যাচাই করা হচ্ছে।
এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচালিত হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। নেতৃত্ব দিচ্ছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা।
এদিকে কঠোর লকডাউনের মাঝেও পণ্যবাহী ট্রাকে তাবুর মধ্যে লুকিয়ে যাতায়াত করছে মানুষ। সকালে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরা গামী একটি ট্রাকের তাবুর নিচে পাওয়া যায় ৪৩ জন যাত্রীকে। প্রত্যেকের ২২০০ টাকা চুক্তিতে নিয়ে যাওয়া হচ্ছিল। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ই ট্রাকের চালককে জেল জরিমানা আদায় করা হয়েছে।