ঝিনাইদহ সদর

মানবজমিন পত্রিকার ঝিনাইদহ প্রতিনিধির মাতৃবিয়োগ

ঝিনাইদহের চোখ-
দৈনিক মানবজমিন পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম লিটন ও ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের সহ-সভাপতি শহিদুল ইসলাম টিটোর মমতাময়ী মা শাহেদা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।

মঙ্গলবার রাত ১০ টা ৫০ মিনিটে ঝিনাইদহ শহরের কলাবাগান পাড়ার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।

মরহুমা শাহেদা খাতুন ঝিনাইদহ শহরের বিশিষ্ট পাট ব্যবসায়ী শাহাদৎ হোসেনের সহধর্মীনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও চার মেয়ে, নাতি, নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, সাংবাদিক লিটনের মা এক বছর ধরে পক্ষাঘাতপ্রাপ্ত হয়ে বিছানায় শয্যাশায়ী ছিলেন। মরহুমার মৃত্যুর খবরে পরিবার ও মহল্লাবাসির মাঝে শোকের ছায়া নেমে আসে।

খবর পেয়ে ঝিনাইদহ প্রেসক্লাব, জেলা শহরে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ ও ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের কর্মকর্তারা ছুটে আসেন। বুধবার বেলা এগারোটার সময় ঝিনাইদহ উজির আলী হাইস্কুল মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পৌর গোরস্থানে দাফন করা হয়।

ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের সভাপতি সিনিয়র সাংবাদিক আসিফ কাজল ও সংগঠনের সাধারণ সম্পাদক আমেরিকা প্রবাসী তরিকুল ইসলাম মিঠু মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। এছাড়া কেন্দ্রীয় বিএনপির নেতা অনিন্দ্য ইসলাম অমিত, ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সংসদ সদস্য মোঃ মসিউর রহমান, জেলা বিএনপির আহবায়ক এসএম মশিয়ুর রহমান ও সদস্য সচিব এড এম এ মজিদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগটনের নেতৃবৃন্দ শোক জ্ঞাপন করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button