ফাগুনী উৎসবে মাতোয়ারা ইবি

ঝিনাইদহের চোখঃ
চারিদিকে বইছে ফাগুনী আবহ। ডালে ডালে আজই নব পত্র-পল্লবের লুকোচুরি খেলা। শিমুলের রক্ত মাখা পুষ্পে প্রকৃতি যেন আজ অপরুপ সাজে সজ্জিত।
এরই মাঝে শুরু হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দিনব্যাপি ফাগুনী উৎসব। বিশ্ববিদ্যালয়ের ‘মিউজিক্যাল এ্যাসোসিয়েশন’র আয়োজনে শনিবার বেলা ১১ টা হতে স্মৃতিসৌধে শুরু হয় এ কনসার্ট। যা চলবে রাত ৮ টা পর্যন্ত।
সংগঠনের সভাপতি দীপ্ত মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা থেকে আগত কবি শেখ চন্দন আলী ও শেখ এনায়েত আলী।
নিশাত রুমী ও হিরকের সঞ্চালনায় অনুষ্ঠানে ইরভায়রনমেন্টাল সায়েন্স এন্ড জিয়োগ্রাফি বিভাগের লেকচারার এনজামুল হক সজল শিল্পী জেমসের গান পরিবেশন করেন। এসময় এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইফতে উদ্দীন সজল।
সাংগঠনিক সম্পাদক শাহারিন সুলতানা মীম, লিটন, সুমন, টগর, পার্থ প্রতিম মিস্ত্রি লালন, বাউল, আধুনিক সহ বিভিন্ন গান পরিবেশন করেন। এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা নৃত্য, গান, কৌতুক এবং মিরাক্কেলের মাধ্যমে পুরো সময়টা দর্শকদের মাতিয়ে রাখেন।
এদিকে ‘মিউজিক্যাল এ্যাসোসিয়েশন’র ওপেন কনসার্টের আয়োজন বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে যেন নতুন প্রানের সঞ্চার করেছে। দুপুরের তপ্ত রৌদ্রকে উপেক্ষা করে স্মৃতিসৌধ আঙ্গিনা যেন দর্শনার্থীদের মিলন মেলায় পরিনত হয়। এসময় মেয়েরা বাসন্তী শাড়ি আর ছেলের পাঞ্জাবী পরে কনসার্ট উপভোগ করে।
ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী তমালিকা বলেন, ক্যাম্পাসে এ প্রথম কোন কনসার্টের আয়োজন দেখছি। খুব ভালো লাগছে। ভবিষ্যতেও ক্যাম্পাস এমন সাংস্কৃতিক চর্চায় মুখরিত থাকুক এ দাবি জানাচ্ছি।’
প্রতিটি সময় এমন প্রগতিশীলতা আরা মুক্ত সাংস্কৃতিক চর্চায় মুখরিত থাকুক ইবি ক্যাম্পাস, এ প্রত্যাশায় বুক বাঁধলেন বিশ্ববিদ্যালয়ের সব প্রগতিশীলরা।