ঝিনাইদহ হরিণাকুণ্ডু পৌরবাসীর গণটিকাদান শুরু
এইচ মাহবুব মিলু, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌরবাসীদের (বৃদ্ধদের অগ্রাধীকার)জন্য নির্ধারিত টিকাদান কেন্দ্রে টিকা দানের উদ্বোধন করলেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন।
উপজেলার পাইলট মাধ্যমিক বিদ্যালয় টিকাদান কেন্দ্রে রবিবার সকালে উদ্বোধনকালে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ(ওসি)আব্দুর রহিম মোল্লা, পৌর মেয়র মোঃ ফারুক হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদ।
এসময় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম,পৌর প্যনেল মেয়র সিদ্দিকুর রহমান, নাসির উদ্দীন সহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর বৃন্দ,সহকারী শিক্ষক তিতুমীর হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার ১,২,৩ নং ওয়ার্ডের টিকা নিতে আসা বৃদ্ধ ও বৃদ্ধারা।
পৌর মেয়র ফারুক হোসেন টিকাদান কেন্দ্রে করোনাকালীন সমাজিক দুরত্ব বজায় রাখা সহ মাস্ক পরিধান নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য বিভাগ নিরবিচ্ছিন্ন ভাবে টিকাদান করতে পারার নিমিত্তে ৫০ সেচ্ছাসেবক নিয়জিত রেখেছে।