ঝিনাইদহে বিষধর সাপের ছোবলে শিশুর মৃত্যু
এসএম রায়হান উদ্দীন, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
এক সপ্তাহের ব্যবধানে ঝিনাইদহের কোটচাঁদপুরে আবারো সাপের কামড়ে সিজান বিশ্বাস (১০) নামে ৩য় শ্রেণীর এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্য হয়েছে।
মঙ্গলবার (১০আগষ্ট) ভোর সাড়ে ৪ টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মুত্যু হয়। মৃত সিজান বিশ্বাস উপজেলার দোড়া ইউনিয়নের দয়ারামপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার ৩য় শ্রেণীর শিক্ষার্থী ও একই গ্রামের দিন মজুর তৈয়ব আলী বিশ্বাসের ছেলে।
পরিবার ও স্থানীয়রা জানায়, সোমবার রাতে সিজান বাড়িতে তার ভায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল। রাত ১২ টার দিকে তাকে একটি বিষধর সাপ শরীরের বিভিন্ন স্থানে দংশন করে। পরে শিশুটি ছটফট করতে থাকলে স্থানীয় লতিফ কবিরাজের নিকট নেওয়া হলে তিনি জানান, সাপে কামড় দেয়নি। রাত ২ টার দিকে শিশুটি মুখে ফেনা তুলতে থাকলে রাতেই পরিবারের সদস্যরা তাকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১০ আগষ্ট) ভোর সাড়ে ৪ টার দিকে তার মুত্যু হয়।
এঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।