ঝিনাইদহ সীমান্তে অবৈধ পারাপার থামছেই না
ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহ জেলার মহেশপুর থানার কানাইডাংগা গ্রামের পাকা রাস্তার উপর হতে বাংলাদেশী ০১ জন (নারী) নাগরিককে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন বরিশাল জেলার কোতয়ালী থানার ভাটারখাল গ্রামের আলাউদ্দিন সরদার এর মেয়ে কলি আক্তার (২৭)।
অন্যদিকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার কাজীরবেড় ব্রীজের উপর হতে বাংলাদেশী ০৪ জন (পুরুষ-২ ও নারী-২) নাগরিককে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন ফরিদপুর জেলার জেলার কোতয়ালী থানার পাটপাশা গ্রামের মৃত সুধন্য চন্দ্র বিশ্বাস এর ছেলে শ্যামল চন্দ্র বিশ্বাস(৪৯) সাথে তার ছেলে সাগর বিশ্বাস (২২) এবং নড়াইল জেলার কালিয়া থানার জামরিলডাংগা গ্রামের মৃত মান্দার মন্ডল এর মেয়ে মোছাঃ হালিমা (৪১), একই গ্রামের কাদের গাজীর মেয়ে মোছাঃ হাসিলা বেগম (৩৫)।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।