মহেশপুর
ঝিনাইদহে ২জন আটক

জাহিদুল ইসলাম, ঝিনাইদহের চোখঃ
রবিবার দিবাগত রাত্রে ঝিনাইদহের মহেশপুরে নাশকতার অভিযোগে ২জনকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ।
থানা সূত্রে প্রকাশ, রবিবার দিবাগত রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে এস.আই মাসুদুর রহমানের নেতৃত্বে টহল পুলিশ উপজেলার ১নং আলামপুর গ্রাম থেকে নাশকতার অভিযোগে গৌরীনাথপুর গ্রামের মৃত আলী আজমের ছেলে মনির হোসেন ও পাল্লা ফুলবাড়ী গ্রামের আব্দুল বারেকের ছেলে মিজানুর রহমান(৪০) আটক করে মহেশপুর থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে মহেশপুর মহেশপুর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা হয়েছে। মহেশপুর থানার এস.আই মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।