দেখা-অদেখা

ঝিনাইদহে সচেতনতামুলক নাটক ‘অপমৃত্যু’ পরিবেশিত

ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহে পরিবেশিত হয়েছে আত্মহত্যা প্রতিরোধে বিষয়ক নাটক ‘অপমৃত্যু’। রোববার রাতে জেলা শিল্পকলা একাডেমী মঞ্চে অংকুর নাট্য একাডেমীর আয়োজনে এ নাটক পরিবেশিত হয়।

নাট্যব্যক্তিত্ব সাঈদ আনোয়ার’র রচনায় অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াসের নিদের্শনায় এতে অংশ নেয় সংগঠনটির ১৫ জন সদস্য।

সমাজের ব্যাধি যৌতুকের কারণে গৃহবধুকে নির্যাতন। পরিবারের অসহায়ত্বের কারণে আত্মহত্যার পথ বেঁছে নেওয়া এক নারীর সন্তানের জীবনের করুণ কাহিনী এ নাটকে ফুটিয়ে তোলা হয়। পরিবেশন করা হয় আত্মহত্যার কারণে একটি পরিবারের করুন দুর্দশা ও সন্তানের দুর্দশার চিত্র। সচেতন করা হয় আত্মহত্যা থেকে দুরে রাখতে পরিবার ও সমাজের করণীয় নানা দিক। যা মন্ত্রমুগ্ধের মত উপভোগ করেন দর্শকরা।

শেষে আত্মহত্যা প্রতিরোধে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক মজিবর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button