ঝিনাইদহ মহেশপুরে মানুষ শান্তিপুর্ণভাবে ভোট দেবে- জেলা প্রশাসক
জিয়াউর রহমান জিয়া, মহেশপুর, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহ জেলা প্রশাসক মজিবর রহমান বলেছেন, মহেশপুরের ১২টি ইউনিয়নে ইউপি নির্বাচন হবে শান্তিপুর্ন পরিবেশে। যার ভোট সে দেবে। এবং গোপন স্থানে গিয়েই দেবে। যদি কেউ শান্তিপুর্ন ভোটে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করে তাহলে সর্বোচ্চ শাস্তি ভোগ করা লাগবে। সে যেই হোক অন্যায় করলে তাকে শাস্তি পেতে হবে।
বৃহস্পতিবার দুপুরে মহেশপুর অডিটোরিয়ামে অনুষ্ঠিত আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এ কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল সালেক,সহকারী কমিশনার (ভূমি) কাজী আনিচুর রহমান,থানা অফিসার ইনর্চাজ মোহাম্মদ সাইফুল ইসলাম,উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আল ইমরান,উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন এস বি কে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আরিফান হাসান চৌধুরী নুথান, শামীমা সুলতানা শিউলী, ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজ, গোলাম হায়দার নান্টু, নাটিমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম মাষ্টার, বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুল মালেক প্রমুখ।