ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর, বাঘাডাঙ্গা ও মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের পর ৪ জনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-বরিশালের উজিরপুরের চিত্তরঞ্জন বিশ্বাসের ছেলে মনোরঞ্জন বিশ্বাস (৪২), বাগেরহাটের শরণখোলার সারোয়ার শিকদারের ছেলে ফোরকান শিকদার (২৭), খুলনার রূপসার কালীপদ সাহার ছেলে অশোক সাহা (৪২) ও যশোরের শার্শার মো. সাদেক শেখের মেয়ে রুশিয়া শেখ (৩৫)। তাদের বাড়ি বাংলাদেশে বলে দাবি করেছেন।
বিজিবি’র খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক সোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গোপন সূত্রে খবর পেয়ে বিজিবির যাদবপুর বিওপি’র এখটি টহল দল সীমান্তবর্তী কানাইডাঙ্গা গ্রামের মাঠ থেকে মনোরঞ্জন বিশ্বাস, বাঘাডাঙ্গা বিওপি’র একটি টহল দল কানাইডাঙ্গা গ্রামের মাঠ থেকে ফোরকান শিকদার ও অশোক সাহাকে আটক করে। আর মাটিলা গ্রামের সীমান্ত এলাকা থেকে রুশিয়া শেখকে আটক করা হয়।
বিজিবি’র পক্ষ থেকে মামলা দিয়ে তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।