ঝিনাইদহ হরিণাকুন্ডে মহিলাদের আয়বর্ধক প্রশিক্ষণের বাছাই অনুষ্ঠিত
এইচ মাহবুব মিলু, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহর হরিণাকুণ্ডু উপজেলাতে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য ১৩ তম ব্যাচের আয়বর্ধক(আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পের বাছাই অনুষ্ঠিত হয়েছে।
এখানে সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা এর সভাপতিত্বে বাছাই বোর্ডের সদস্য সচিব ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মূন্সী ফিরোজা সুলতানা , সদস্য মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা খাতুন,সমাজ সেবা কর্মকর্তা শিউলী রানী,যুব উন্নয়ন কর্মকর্তা বিল্লাল হোসেন।
এসময় ফ্যশান ডিজাইনে ২৫ জন মহিলার বিপরীতে ১৫৪ জন মহিলা বাছাই পর্বে অংশগ্রহণ করে।
মঙ্গলবার ভার্মিকম পোষ্ট মাসরুম ও মৌ চাষের উপর ২৫ জনের বিপরীতে ১৪৩ জন প্রশিক্ষণে ইচ্ছুক মহিলারা বাছাই পর্বে অংশগ্রহণ করবে।
বাছাই বোর্ডের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা বলেন সরকারের চাওয়া অনুযায়ী অসহায় দরীদ্র শ্রেণীর মহিলাদের আর্থীকভাবে সাবলম্বী করার লক্ষে, নিয়োগ বোর্ডে নিয়ম অনুযায়ী প্রশিক্ষণার্থীদের নির্বাচন করা হবে।