ঝিনাইদহের তাসমিনার পাশে কী কেউ দাঁড়াবে না?
ঝিনাইদহের চোখ-
২০২১ সালের মার্চ মাসে সড়ক দুর্ঘটনায় দিনমজুর পিতা-রুহুজ্জল হোসেন মারা যায়, মাতা-মোছাঃ রাবিয়া খাতুন, গ্রাম-জালালপুর-মালোখালীপাড়া, উপজেলা-কোটচাঁদপুর, জেলা-ঝিনাইদহ।
দিনমজুর এ পরিবারে ছোট মেয়ে তহমিনা(১০)সহ দুইটি কন্যা সন্তান রয়েছে। বড় মেয়ে ৭ম শ্রেনীতে পড়–য়া মোছাঃ তাসমিনা(১২)। ৫বছর আগে মুখে টিউমার দেখা দেয়।
এমতাবস্থায় সম্প্রতি ইকড়া ছাত্র কল্যাণ সংঘের সাহায্য সহযোগিতা নিয়ে শেষ পর্যন্ত ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডাঃ শফিক-উর রহমান মাথা সিটিস্ক্যানসহ রিপোর্ট দেখে পরামর্শ দেন, এটি ক্যান্সারে রূপ নিচ্ছে। দ্রুত ঢাকাতে নিয়ে গিয়ে পর্যায়ক্রমে অপারেশন করলেই শিশুটি সম্পূর্ণরূপে সুস্থ্য হয়ে যাবে। এতে প্রায় ৬/৭ লাখ টাকার প্রয়োজন হবে। এতগুলো টাকা সংগ্রহ করা দরিদ্র মাতার পক্ষে কোনক্রমেই সম্ভব নয়।
বর্তমানে খেয়ে না খেয়ে শিশুটি নিজ বাড়িতে অবস্থান করছে। এমতবস্থায় গরীব অসহায় মা মেয়ের চিকিৎসার জন্য দেশের মাননীয় প্রধানমন্ত্রী, বিত্তশালী ব্যক্তি, প্রবাসী ব্যক্তি, এনজিও, স্থানীয় প্রশাসন, দেশ-বিদেশের দানশীলসহ সমাজের স্বহৃদয়বান মানুষের সাহায্য সহযোগীতা কামনা করেছেন।
সাহায্য পাঠানোর ঠিকানাঃ শিশুটির মায়ের মোবাইল নং-০১৮৬৩-৪০২৮৫৩ এবং বিকাশ একাউন্ট নং-০১৮৭৮-৫১৫৬০৯