মহেশপুর

অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে ঝিনাইদহে নারী-শিশুসহ আটক ২২

ঝিনাইদহের চোখ-
অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে ঝিনাইদহে নারী-শিশুসহ ২২ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। আজ ভোরে মহেশপুর উপজেলার মাটিলা গ্রামের মাঠ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো-তপন কান্তি রায় (৬০), ঝর্ণা রায়(৫৫), পল্লব রায়(০৬), জীবন কুমার রায়(২৮), সুনিতা রায় (২৬), প্রিতম রায় (০৩মাস), রনি মন্ডল(২৮), জাকির হোসেন(৪২), আরজিনা বেগম(৩৯), যুবরাজ সেন(২৩), বৈশাখী বিশ্বাস(১৩), বাবুল গায়েন(৩২), উর্মিলা রানী গায়েন(২৬), তৃষা রানী(০৮), রাফিয়া খাতুন(২৮), খাদিজা পারভিন(২৯), শিল্পী খাতুন(৪০), পিন্টু হাসান(০৩), নিত্যানন্দ ঘোষ(৩৬), রিনা খাতুন(৩২), জাহারানা খাতুন(৩৭) এবং রত্না বেগম (৪২)।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতদের মধ্যে সাতজন পুরুষ, দশজন নারী এবং পাঁচজন শিশু রয়েছে। তাদের বাড়ী সাতক্ষিরা, যশোর, মুন্সিগঞ্জ এবং বগুড়া জেলায় অবস্থিত।

তিনি অরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টা করছিল আটককৃতরা। পরে তাদেরকে ধরে অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টার অপরাধে জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।

আনসারী
০১৭৭৭৭৭৮১৭৮

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button