জানা-অজানাটপ লিডদেখা-অদেখাহরিনাকুন্ডু

ঝিনাইদহে নবগঙ্গা নদী রক্ষায় মানবপ্রাচীর

ঝিনাইদহের চোখ-
‘‘নদী বাঁচাও নবগঙ্গা, সাজাও হরিণাকুন্ডু” এই স্লোগানে নদী দখল, দূষন, অবৈধ ভাবে মাছ চাষ, সাব-লীজ, সরকারী প্রকল্প হরিলুট থেকে নবাগঙ্গা নদীকে রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ সকালে জেলার হরিণাকুন্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের সোনাতপুর গ্রামের সুবিধা বঞ্চিত এলাকাবাসীর আয়োজনে নবগঙ্গা নদীর পাড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে ব্যানার হাতে ৪টি গ্রামের হাজারো মানুষ অংগ্রহণ করেন।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেনন ৪নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান ডাঃ আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী, ইউপি সদস্য মুকুল হোসেন, সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাবুদ্দিন।

সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, নবগঙ্গা নদীকে দখল ও উন্মুক্ত করাসহ নাব্যতা ফিরিয়ে আনতে উচ্চ আদালতের আদেশ বাস্তবায়ন জরুরী বলে দাবী করেন। নদী বাঁচলে বাংলার জনগণ বাঁচবে।

দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান ডাঃ আবুল কালাম আজাদ বলেন, জনপদের প্রাচীন ঐতিহ্যবাহী নবগঙ্গা এখন মৃত প্রায়। নদীতে বাঁধদিয়ে সরু বাউড়ে পরিনত করেছে একটি কুচক্রী মহল। এক শ্রেণীর দখলদারা নদীর জায়গা দখল করার সিন্ডিকেট তৈরী করেছে। ভুয়া কাগজপত্র দেখিয়ে তারা নদীর জায়গা বিক্রি করছে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button