ঝিনাইদহে ইট টানা লরি উল্টে চালক নিহত
মাহবুব মুরশেদ শাহীন, হরিনাকুন্ডু, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ইট টানার লরি উল্টে মিথুন (২৩) নামে এক চালক ঘটনাস্থলে নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছ’টার দিকে উপজেলার বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক উপজেলার ফলসী গ্রামের আমিরুল ইসলামের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার বোয়ালিয়ার একটি ইটভাটার দিকে যাওয়ার পথে খালি লরিটি একটি দ্রুত গতির মটরসাইলেকে সাইট দিতে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি রাস্তার পাশের খাদে উল্টে পড়ে একটি গাছের সঙ্গে আটকে যায়। গাড়ির চালক মিথুন ওই সময় কিছু বুঝে ওঠার আগেই গাড়ি থেকে নামতে না পেরে গাছের ও লরির নিতে আটকে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার সাথে সাথেই গ্রামবাসীরা উল্টে যাওয়া গাড়িটি দড়ি দিয়ে বেঁধে বাঁশ দিয়ে উচু করে মিথুনকে মৃত অবস্থায় উদ্ধার করে।
সংবাদ পেয়ে হরিণাকুন্ডু থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনসস্থলে পৌছে মিথুনের লাশ উদ্ধার করে নিয়ে যায়।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, মাত্র আট ফুট প্রস্থের এই রাস্তাটি দিয়ে দিনরাত ইট, বালি, পাথরসহ নানা কৃষিপন্য নিয়ে ট্রাক ও ট্রাক্টর চলার কারণে বড়বড় গর্ত ও খানাখন্দ তৈরি হয়ে রাস্তা অনেক জায়গা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। গ্রামীন এই জনগুরুত্বপূর্ণ অপ্রস্থ সড়কটিতে প্রায় সময়ই ঘটে নানান দুর্ঘটনা। এ কারণে অবিলম্বে এই অপ্রস্থ রাস্তা দিয়ে ট্রাক্টরসহ ভারী যানবহন চলাচল বন্ধের দাবি জানায় এলাকাবাসী।
হরিনাকুন্ডু থানার ওসি মোঃ সাইফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।