ঝিনাইদহ সদর
ঝিনাইদহে জনশুমারি ও গৃহগণনা কাজের সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন
বসির আহাম্মেদ, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহ কলেজে জনশুমারি ও গৃহগণনা কাজের সুপারভাইজার এবং গণনাকারীদের দ্বিতীয় ধাপে চার দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করেন বাংলাদেশ পরিকল্পনা মন্ত্রণালয়ের উপ-সচিব নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিসংখ্যান অফিসার রফিকুল ইসলাম,সাইরা আক্তার, মোঃ মজিবুর রহমান সহ অন্যান্য কর্মকর্তা ও প্রশিক্ষণ প্রদান কারিরা। জনশুমারি ও গৃহগণনা কাজের ৩’শ ৫০ জন সুপারভাইজার এবং গণনাকারীদের প্রথম ও দ্বিতীয় ধাপের প্রশিক্ষণ কর্মশালা রবিবার বিকাল ৫ টায় শেষ হবে।
প্রথম ধাপে ৪ জুন থেকে ৭ জুন জনশুমারি ও গৃহগণনা কাজের সুপারভাইজার এবং গণনাকারীদের চার দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়।উল্লেখ্য,আগামী ১৫ জুন হতে ২১ জুন পর্যন্ত দেশব্যাপি একযোগে এবারের জনশুমারি ও গৃহগণনার কাজ চলবে।